Before cultivating horn fish, singhi fish should be well prepared from the pond. If we can prepare the pond well, then all the problems that other farmers have to face while fish farming will not be in our case at all. So we will prepare the singi fish pond very well. After preparing the pond for the first three days we will rest the pond completely on the fourth and fifth day i.e. the next 2 days. The reason is that this time we will give the pond a chance to do its actions. Then to make plankton in the pond water, i.e. to make the pond water green, per decimal 100 g of DAP and 50 g of urea should be mixed well in water and sprinkled around the pond neatly, after 1 to 2 days.
Contact : 9083500490
@AMAQUA
শিং মাছ চাষ করবার আগে শিং মাছের পুকুর থেকে ভালো ভাবে প্রস্তুত করে নিতে হবে । যদি আমরা পুকুরটাকে ভালো ভাবে প্রস্তুত করে নিতে পারি, তাহলে মাছ চাষ চলাকালীন অবস্থাতে যে সমস্ত সমস্যা অন্যান্য চাষীদের করতে হয় ,সেগুলো কিন্তু আমাদের ক্ষেত্রে একদমই থাকবে না । তাই আমরা খুবই ভালভাবে শিং মাছের পুকুর প্রস্তুত করে নেব । প্রথম তিন দিনের পুকুর প্রস্তুতি করবার পর আমরা চতুর্থ এবং পঞ্চম দিনে অর্থাৎ পরের 2 দিন আমরা পুকুরকে সম্পূর্ণভাবে বিশ্রাম দেব । তার কারণ হচ্ছে এই সময় আমরা পুকুরকে সুযোগ করে দেবো তার ক্রিয়া-বিক্রিয়া গুলো করবার জন্য । এরপর পুকুরের তলায় জমে থাকা গ্যাসকে বের করবার জন্য পুকুরের তলায় হররা টানা কিংবা মই টানার ব্যবস্থা করতে হবে ।
এরপর পুকুরের জলে প্ল্যাংকটন তৈরি করবার জন্য অর্থাৎ পুকুরের জল কে সবুজ করবার জন্য শতকে 100 গ্রাম করে DAPএবং 50 গ্রাম করে ইউরিয়া ভালো করে জলে গুলে নিয়ে পুকুরের চারদিকে সুন্দরভাবে ছিটিয়ে দিতে হবে , হররা টানা 1 থেকে 2 দিন পর ।
@AMAQUA
#amaqua
––––––––––––––––––––––––––––––
Pray by Alex-Productions https://soundcloud.com/alexproduction… Creative Commons — Attribution 3.0 Unported — CC BY 3.0 Free Download / Stream: https://bit.ly/3FPZpsX Music promoted by Audio Library https://youtu.be/WosDVe3tM8M
––––––––––––––––––––––––––––––
source