#মিশ্র_মাছ_চাষ_পদ্ধতি
#মাছ_চাষের_আধুনিক_পদ্ধতি_
মিশ্র মাছ চাষ বর্তমানে বাংলাদেশে মাছ উৎপাদনে এক নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। মিশ্র চাষ পদ্ধতিতে সম্পুর্ণ প্রাকৃতিক পদ্ধতিতে মাছ চাষ করা হয় বলে একই পুকুরে একাধিক প্রজাতির মাছ উৎপাদন সম্ভব হয় । মিশ্র মাছ চাষে বিভিন্ন প্রজাতীর মাছ একই পুকুরে চাষ হয় বলে মাছ বিভিন্ন স্তরের খাবার খেয়ে থাকে এতে করে মাছ উৎপাদন খরচ যেমন একদিকে কমে অন্য দিকে মিশ্র মাছ চাষে চাষীরাও লাভবান হয় অনেক গুন বেশী।
মিশ্র মাছ চাষের ব্যপারে কিভাবে একজন চাষী সফলাতা পেতে পারে তা জানতে এই ভিডিওতে আমরা দেখানোর চেষ্টা করেছি দেশের অন্যতম বৃহৎ মৎস্য উৎপাদন অঞ্চল যশোরের এর আরেক বৃহৎ মৎস্য প্রকল্প বালা ফিসারিজ এ।
যেকোন ধরনের রেনু পোনা, ধানি পোনা, সহ থাই,পাঙ্গাস,রুই,কাতলা, ব্লাক কাপ, শিং, মাগুর, টেংরা,কৈ,চিতল,চিংড়ি সহ মাছের জন্য যোগাযোগ করতে পারেন নিচের ঠিকানায়।
প্রকৃতি ও জনপথ চেনেলের মাধ্যমে বালা ফিসারিজ এর যে কোন তথ্য দিয়ে সাহায়তার নিশ্চয়তা প্রদান করা হবে।
=============================================================
’বালা ফিসারিজ’
ঠিকানা: কালার মোড়, মনিরামপুর, যশোর, বাংলাদেশ।
সত্ত্বাধিকারী: গৌরব বালা
মোবাইল: ০১৭১৫-৯০৮৫২৩
ইউটিউব চেনেল: বালা ফিসারিজ
=============================================================
ভিডিওটি ভালো লাগলে চেনেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।
ধন্যবাদ।
source